প্রকাশিত: Tue, Jan 31, 2023 4:02 PM
আপডেট: Thu, Jul 10, 2025 12:48 AM

দলের নিবন্ধন অবৈধ

আপিল প্রস্তুত করতে ২ মাস সময় পেল জামায়াত

মাজহারুল ইসলাম : দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে দেয়া নিবন্ধন অবৈধ ঘোষণা করে ‘ল হাইকোর্টে’র রায়ের বিরুদ্ধে ‘আপিলের সার সংক্ষেপ’ প্রস্তুত করতে চূড়ান্তভাবে দুই মাস সময় দিয়েছেন আপিল বিভাগ। মঙ্গলবার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীসহ তিন বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। আদালতে জামায়াতের পক্ষে ছিলেন অ্যাডভোকেট অন রেকর্ড জয়নুল আবেদীন তুহিন। আর রিটকারির পক্ষে ছিলেন ব্যারিস্টার তানিয়া আমীর।

রিটকারির আইনজীবী ব্যারিস্টার তানিয়া আমীর বলেন, মামলাটি শুনানি করতে অনেকবার উদ্যোগ নিয়েছি। আদালত তাদের অনেকবার সময় দিয়েছেন। উনারা গড়িমসি করে রেডি করছে না। মঙ্গলবার ফাইনাল আদেশ দিল। যদি আট সপ্তাহের মধ্যে ফাইল (আপিলের সার সংক্ষেপ) শুনানির জন্য রেডি না করে, তাহলে মামলাটি খারিজ হয়ে যাবে।

জামায়াতের আইনজীবী মতিউর রহমান আকন্দ বলেন, মামলাটি মঙ্গলবারে আপিল বিভাগের কার্যতালিকায় ছিল। আদালত আগামী দুই মাস সময় দিয়েছেন। এ সময়ের মধ্যে কনসাইজ স্টেটমেন্ট (আপিলের সার সংক্ষেপ) জমা দেয়ার জন্য নির্দেশ দিয়েছেন। আর কোনো সময় দেবেন না বলেও উল্লেখ করেছেন। তিনি বলেন, আদালতের আদেশ অনুসারে মামলার শুনানিতে জামায়াতে ইসলামী অংশ নেবে। আশা করি, জামায়াত নিবন্ধন ফিরে পাবে। আর দুই মাসের মধ্যে প্রস্তুত করতে পারব। সম্পদনা: খালিদ আহমেদ